আমাদের দুটা বাজে স্টার্ট করার কথা ছিল..
তিনটা বাজে স্টার্ট করার কথা ছিল
তিনটা পঁচিশ বেজে গেছে আই হুপ অনেকে আসছে
আর অনেকে হচ্ছে রাস্তায় আছে
আবার অনেকে লাঞ্চ করছে
তো আমরা স্টার্ট করে দেয় তিনটা পঁচিশ বাজে
তো আজকে হচ্ছে আমরা এসেছি আমাদের
উইকিলাভস ফল্কলোর বাংলাদেশ
যে ফটোগ্রাফি কনটেস্টটা হয়েছে
টুয়েন্টি টুয়েন্টি ফাইভ
এটা হচ্ছে এক ফেব্রুয়ারি হতে
একত্রিশ মার্চ পর্যন্ত চলেছে
সেখানের যে প্রাইজ গিভিং এন্ড হচ্ছে আমাদের
প্রজেক্ট করিকাঠ যারা আমরা অর্গানাইজ করেছি
উইকিলাভস ফল্কলোর বাংলাদেশ এন্ড
প্রজেক্ট করিকাঠের আমাদের কমিউনিটি মেম্বার
তারপর হচ্ছে বাংলাদেশের যে ফটোগ্রাফার
কমিউনিটি আছে তাদের মানুষ জন
এন্ড আমাদের ওপেন নলেজ নিয়ে যারা কাজ
করে সবাইকে আজকে আমরা একসাথে করে
আমরা একটা কমিউনিটি মিটআপ করার ট্রাই করেছি
তো হচ্ছে আই হুপ সবাই এসেছেন এন্ড হচ্ছে
আমরা ট্রাই করেছি যাতে এই ইভেন্টটা
যতটা সম্ভব ক্যাজুয়াল করা যায়
যতটা সম্ভব ফ্রেন্ডলি যাতে সবাই
আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারেন
আপনাদের ফিডব্যাক গুলো দিতে পারেন
আপনাদের যদি কোনো কুয়েরি থাকে অথবা
কোনো কনফিউশান থাকে সেগুলো হচ্ছে
আমাদেরকে দিতে পারেন
আমরা হচ্ছে ট্রাই করবো আপনাদের সাথে
যতটা সম্ভব ইন্টারেক্ট করার
সো ফার্স্ট এ হচ্ছে আমাদের তিনটা বাজে শুরু
করার কথা ছিল
বাট হচ্ছে আধা ঘণ্টা দেরি হয়েছে আমাদের
পাঁচ টার মধ্যে ভেনিউ ছেড়ে দিতে হবে
সো হচ্ছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব
করার চেষ্টা করবো
আচ্ছা শুরু করার আগে কিচ্ছু গ্রাউন্ড রুল
সম্পর্কে বলে দেয় আমাদের হচ্ছে সবাই
যাদের ব্যক্তিগত সামগ্রী যেগুলো আছে সেগুলো
একটু কাইন্ডলি নিজেদের দায়িত্বে রাইখেন
আপনাদের যারা ক্যামেরা এনেছেন ওর হচ্ছে
যাদের কাছে দামী কিছু আছে
দেইন হচ্ছে আই হুপ সবাই হচ্ছে সবার
সাথে সৌজন্যমূলক আচরণ করবো
এন্ড হচ্ছে কোনো ধরনের কনফিউশান ওর হচ্ছে
কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি হয়
তাহলে হচ্ছে আামাদের যারা হচ্ছে এইযে ব্লাক
লেন-য়ার্ড পরা যারা আছে এখানে আছে
প্লাস পিছনে থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন
কালো ফিতা আইডি কার্ড ধারী অর্গানাইজারদের
এন্ড হচ্ছে আপনার যারা ছবি ওর ভিডিও তুলতে
চান আপনারা মোস্ট ওয়েলকাম
আপনারা চাইলে ছবি ভিডিও তুলতে পারবেন পুরো
ইভেন্টের বাট হচ্ছে ট্রাই করবেন
যারা হচ্ছে লাল ফিতা যুক্ত আইডি কার্ড আছে
তারা হচ্ছে চাই না তাদের ছবি তোলা হোক
সো তাদের ছবি যাতে না তোলা হয় এন্ড যারা
ব্লাক আইডি কার্ড এন্ড ব্লু আইডি কার্ড আছে
তাদের আপনারা ছবি তুলতে পারবেন অসুবিধা নাই
আর হচ্ছে আমাদের ভেনিউর পরিচ্ছন্নতা নিশ্চিত
করার জন্য আই হুপ সবাই আমাদেরকে হেল্প করবেন
এন্ড হচ্ছে সেনাপ্রাঙ্গণ আমাদের ভেনিউর
ভিতর যতক্ষণ থাকবেন
সবাই চেষ্টা করবেন আমাদের আইডি কার্ডটা যাতে
আমাদের গলায় থাকে
কারণ হচ্ছে বুজেছেনইত ভেনিউটা আর্মিদের সো
এখানে আপনাদের ডিসিপিটা খুবই স্ত্রিকট
এন্ড হচ্ছে আই হুপ সবাই লাঞ্চ করে এসেছেন
যদি কেউ লাঞ্চ করে না থাকেন তাহলে
আমাদের লিফট এর ওয়ান এ আমাদের গ্রাউন্ড
হলে গিয়ে আপনারা লাঞ্চ করে আসতে পারেন
এন্ড আমাদের যতক্ষণ ইভেন্টটা চলবে কনফারেন্স
রুমে আই হুপ আপনারা সবাই সাইলেন্ট থাকবেন
এন্ড হচ্ছে আপনাদের মোবাইলটাও কাইন্ডলি
সাইলেন্ট করে রাখবেন যদি কারো কোনো
ইমারজেন্সি কল আসে তাহলে আপনারা চাইলে পাশের
ওয়েটিং রুমে গিয়ে কথা বলে আসতে পারবেন
আচ্ছা আজকের এজেন্ডা সম্পর্কে বলি আমাদের
মেইনলি প্রাইজ গিভিং সেরেমনি হলেও
আমরা হচ্ছে ট্রাই করবো আপনাদের এই উইকিলাভস
ফল্কলোর এর পিছনে যেসব কাজ গুলো হয়
প্লাস আমাদের এই ইভেন্টটা যে ওপেন নলেজ
কমিউনিটির মধ্যে হয় সেগুলো সম্পর্কে
আপনাদের ইন্ট্রোডাকসন দেওয়ার ফার্স্টে ওপেন
নলেজ এন্ড ফটোগ্রাফি
আমাদের যে কনটেস্টটা যে প্লাটফর্মে হয়েছে
ওপেন নলেজ যে প্লাটফর্মটা উইকিমিডিয়া কমনস
সেটা সম্পর্কে এন্ড হচ্ছে অন্যান্য যে ওপেন
নলেজ প্লাটফর্ম গুলো আছে সেগুলো সম্পর্কে
আমাদের ইন্ট্রোডাকসন দিবে হচ্ছে রাইদা আপু
দেইন আমরা যারা উইকিলাভস ফল্কলোর বাংলাদেশের
আয়োজন করেছি প্রজেক্ট করিকাঠ থেকে
আমরা হচ্ছে প্রজেক্ট করিকাঠ নিয়ে একটা
ছোট ইন্ট্রোডাকসন দিব আমরা হচ্ছে
কিভাবে আমাদের পুরো জার্নিটা শুরু করেছি
এন্ড হচ্ছে আমরা কিভাবে ভবিষ্যতে এগিয়ে যাব
এন্ড হচ্ছে আপনারা চাইলে কিভাবে আমাদের
সাথে একসাথে হয়ে কনট্রিবিউট করতে পারবেন
দেইন হচ্ছে আমাদের উইকিলাভস ফল্কলোরটা
কিন্তু একটা ইন্টারন্যাশনাল কনটেস্ট
আমরা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের লোকাল
পার্টটা আয়োজন করেছি
এন্ড আমাদের উইকিলাভস ফল্কলোর বাংলাদেশ
থেকে প্রাইজ গিভিং দিচ্ছে
এরপর হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল প্রাইজ
গিভিংটাও বাকি আছে
তো আমাদের পুরো উইকিলাভস ফল্কলোর কিভাবে
আয়োজন হয় কিভাবে পুরো ওয়ার্কফ্লোটা হয়
সেটা সম্পর্কে ইফতি ছোট একটা ইন্ট্রোডাকসন
দিবে
দেইন আমাদের উইকিলাভস ফল্কলোর বাংলাদেশ
টুয়েন্টি টুয়েন্টি ফাইভে জাজিং হয়েছে
আমাদের কিভাবে পুরো জাজের ওয়ার্কফ্লোটা ছিল
আমরা কোন কোন ক্রাইটেরিয়া অনুযায়ী
কিভাবে পুরো জাজমেন্টটা করেছি সেটা সম্পর্কে
ছোট একটা ইন্ট্রোডাকসন দিব
এবং হচ্ছে আমাদের যে তিনটা জাজ ছিল তাদেরকে
আমরা পরিচয় করিয়ে দিব
এন্ড লাস্টলি হচ্ছে আমাদের প্রাইজ গিভিং সেরেমনি
আমাদের যারা টপ টেন হয়েছে
আমাদের উইনার রানারসআপ তারপর হচ্ছে বেস্ট
ভিডিও তারপর হচ্ছে যারা আমাদের টপ টেন ছিল
সবাইকে আমরা প্রাইজ দিব আমাদের সার্টিফিকেট
প্রাইজ মানি দিব
দেইন হচ্ছে যারা আমাদের কোর অর্গানাইজিং টিম
আছে যারা হচ্ছে লাস্ট ছয় মাস ধরে
খুবই কঠোর পরিশ্রম করেছে এই ফল্কলোর
কনটেস্টটা নামানোর জন্য
তাদেরকে আমরা টুকেন অফ এপ্রিসিয়েশন হিসেবে
সার্টিফিকেট দিব
এন্ড লাস্টলি ক্লোজিং রিমার্কস এন্ড আমরা
নিচে গিয়ে যারা আছি সবাই মিলে
একটা ছোট গ্রুপ ফটো তুলে আমরা আজকের
ইভেন্টটা শেষ করবো
সো ফার্স্টে আমি রাইদা আপুকে ইনভাইট করবো
এখানে আসার জন্য আপুর সেশনটা নেওয়ার জন্য