[Script Info] Title: [Events] Format: Layer, Start, End, Style, Name, MarginL, MarginR, MarginV, Effect, Text Dialogue: 0,0:00:00.96,0:00:02.40,Default,,0000,0000,0000,,আমার বয়স যখন ১১ Dialogue: 0,0:00:02.40,0:00:06.97,Default,,0000,0000,0000,,আমার মনে আছে এক দিন সকালে জেগে উঠে দেখি বাসাতে আনন্দের আবহ বইছে Dialogue: 0,0:00:06.97,0:00:09.44,Default,,0000,0000,0000,,আমার বাবা বিবিসি'র খবর শুনছিলেন Dialogue: 0,0:00:09.44,0:00:13.61,Default,,0000,0000,0000,,তার ছোট ধুসর রঙের রেডিও'তে Dialogue: 0,0:00:13.61,0:00:16.49,Default,,0000,0000,0000,,তার মুখে ছিল বিরাট হাসির চিহ্ন যা সচরাচর খুব কম দেখা যেত তার মাঝে Dialogue: 0,0:00:16.49,0:00:20.46,Default,,0000,0000,0000,,কারণ অধিকাংশ খবরই তাকে নিরাশ করতো। Dialogue: 0,0:00:20.46,0:00:25.34,Default,,0000,0000,0000,,বাবা চিৎকার করে বললেন, "তালেবানরা পালিয়ে গেছে।" Dialogue: 0,0:00:25.34,0:00:27.93,Default,,0000,0000,0000,,তখন আমি জানতাম না কথাটার অর্থ কি, Dialogue: 0,0:00:27.93,0:00:33.12,Default,,0000,0000,0000,,কিন্তু আমি বাবাকে ভীষণ উৎফুল্ল হতে দেখলাম। Dialogue: 0,0:00:33.12,0:00:41.63,Default,,0000,0000,0000,,তিনি আমাকে বললেন, "তুমি এখন বিদ্যালয় এ যেতে পারবে" Dialogue: 0,0:00:41.63,0:00:46.80,Default,,0000,0000,0000,,সেই সকালের কথা আমি কোনদিন ভুলবো না। Dialogue: 0,0:00:46.80,0:00:51.96,Default,,0000,0000,0000,,সত্যিকারের বিদ্যালয়ে পড়াশুনা। Dialogue: 0,0:00:51.96,0:00:55.07,Default,,0000,0000,0000,,তোমাদের বলি, আমার বয়স যখন ছয় তখন তালিবানরা আফগানিস্তান দখল করে নেয় Dialogue: 0,0:00:55.07,0:00:58.60,Default,,0000,0000,0000,,এবং মেয়েদের বিদ্যালয়ে পড়তে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে। Dialogue: 0,0:00:58.60,0:01:01.70,Default,,0000,0000,0000,,তাই, পরবর্তী ৫ বছর আমি ছেলেদের বেশ ধরে Dialogue: 0,0:01:01.70,0:01:04.22,Default,,0000,0000,0000,,আমার বড় বোনকে পাহারা দিয়ে গোপনে বিদ্যালয়ে নিয়ে যেতাম Dialogue: 0,0:01:04.22,0:01:09.63,Default,,0000,0000,0000,,কারণ তখন মেয়ে একা বের হওয়া নিষেধ ছিল। Dialogue: 0,0:01:09.63,0:01:14.25,Default,,0000,0000,0000,,আমাদের শিক্ষিত হবার জন্য এটাই ছিলো একমাত্র উপায়। Dialogue: 0,0:01:14.25,0:01:17.49,Default,,0000,0000,0000,,প্রতিদিন আমরা ভিন্ন পথে রওনা হতাম Dialogue: 0,0:01:17.49,0:01:21.51,Default,,0000,0000,0000,,যেন কেউ আমাদের সন্দেহ না করে যে আমরা কোথায় যাচ্ছি। Dialogue: 0,0:01:21.51,0:01:23.70,Default,,0000,0000,0000,,বাজারের থলেতে আমাদের বইগুলো লুকিয়ে রাখতাম Dialogue: 0,0:01:23.70,0:01:29.84,Default,,0000,0000,0000,,যেন বাইরে থেকে মনে হয় আমরা শুধু বাজার করার জন্য বের হয়েছি। Dialogue: 0,0:01:29.84,0:01:32.22,Default,,0000,0000,0000,,বিদ্যালয়টি একটি বাসার মধ্যে ছিল, Dialogue: 0,0:01:32.22,0:01:37.88,Default,,0000,0000,0000,,যেখানে আমরা ১০০ জন একটি ছোট কক্ষে গাদাগাদি করে থাকতাম। Dialogue: 0,0:01:37.88,0:01:43.73,Default,,0000,0000,0000,,শীতকালে ভালই লাগত কিন্ত গ্রীষ্মে ভীষণ কষ্ট হত। Dialogue: 0,0:01:43.73,0:01:46.25,Default,,0000,0000,0000,,আমরা সবাই -শিক্ষক, ছাত্রী এবং অভিভাবগবৃন্দ এটা বুঝতে পারতাম Dialogue: 0,0:01:46.25,0:01:50.60,Default,,0000,0000,0000,,আমরা আমাদের জীবনের ঝুকি নিচ্ছি। Dialogue: 0,0:01:50.60,0:01:52.98,Default,,0000,0000,0000,,তালেবানদের সন্দেহের কারণে প্রায়ই Dialogue: 0,0:01:52.98,0:01:56.89,Default,,0000,0000,0000,,বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে যেত। Dialogue: 0,0:01:56.89,0:01:59.67,Default,,0000,0000,0000,,আমরা শংকায় থাকতাম যে তালেবানরা আমাদের সম্পর্কে জেনে গেছে। Dialogue: 0,0:01:59.67,0:02:02.71,Default,,0000,0000,0000,,তারা কি আমাদের অনুসরণ করছে? Dialogue: 0,0:02:02.71,0:02:06.24,Default,,0000,0000,0000,,তারা কি আমাদের অবস্থান সম্পর্কে জানে? Dialogue: 0,0:02:06.24,0:02:08.90,Default,,0000,0000,0000,,আমরা শঙ্কিত ছিলাম, Dialogue: 0,0:02:08.90,0:02:15.82,Default,,0000,0000,0000,,কিন্তু তারপরও আমরা চাইতাম বিদ্যালয়টি থাকুক। Dialogue: 0,0:02:15.82,0:02:19.56,Default,,0000,0000,0000,,আমার ভাগ্য ভালো যে এমন একটি পরিবারে বেড়ে উঠেছি Dialogue: 0,0:02:19.56,0:02:25.81,Default,,0000,0000,0000,,যেখানে শিক্ষা ছিল আশির্বাদ আর মেয়েরা ছিল ঐশ্বর্য । Dialogue: 0,0:02:25.81,0:02:30.96,Default,,0000,0000,0000,,আমার নানা তার সময়ের একজন অসামান্য মানুষ ছিলেন। Dialogue: 0,0:02:30.96,0:02:34.44,Default,,0000,0000,0000,,আফগানিস্তানের প্রত্যন্ত গ্রামের একজন একরোখা মানুষ, Dialogue: 0,0:02:34.44,0:02:37.94,Default,,0000,0000,0000,,যিনি তার মেয়ে, আমার মাকে, Dialogue: 0,0:02:37.94,0:02:44.35,Default,,0000,0000,0000,,তার বাবার নিষেধ অমান্য করে জোর করে বিদ্যালয়ে পাঠিয়েছিলেন। Dialogue: 0,0:02:44.35,0:02:47.86,Default,,0000,0000,0000,,কিন্তু আমার শিক্ষিত মা একজন শিক্ষিকা হয়েছিলেন। Dialogue: 0,0:02:47.86,0:02:50.88,Default,,0000,0000,0000,,এই যে তিনি এখানে । Dialogue: 0,0:02:50.88,0:02:53.55,Default,,0000,0000,0000,,প্রতিবেশী মেয়েরা যেন পড়তে পারে Dialogue: 0,0:02:53.55,0:02:58.93,Default,,0000,0000,0000,,তিনি ২ বছর আগে অবসর নিয়েছেন আমাদের বাসাতে বিদ্যালয় বানাতে। Dialogue: 0,0:02:58.93,0:03:03.32,Default,,0000,0000,0000,,এবং আমার বাবা - এই যে তিনি- Dialogue: 0,0:03:03.32,0:03:10.22,Default,,0000,0000,0000,,তিনি তার পরিবারের প্রথম যিনি শিক্ষিত হয়েছিলেন। Dialogue: 0,0:03:10.22,0:03:12.33,Default,,0000,0000,0000,,তাদের সন্তানেরা এমনকি মেয়েরা Dialogue: 0,0:03:12.33,0:03:17.42,Default,,0000,0000,0000,,নানা বাধা আর তালিবান হুমকির সত্তেও বিদ্যা অর্জন করবে, Dialogue: 0,0:03:17.42,0:03:21.84,Default,,0000,0000,0000,,এ নিয়ে তাদের কোনো দ্বিধা ছিল না। Dialogue: 0,0:03:21.84,0:03:30.18,Default,,0000,0000,0000,,তিনি অশিক্ষাকে সন্তানদের জন্য বিপদের কারণ মনে করতেন। Dialogue: 0,0:03:30.18,0:03:33.31,Default,,0000,0000,0000,,আমার মনে আছে, তালিবান আমলে এমন একটা সময় ছিল Dialogue: 0,0:03:33.31,0:03:38.40,Default,,0000,0000,0000,,আমি আমদের জীবন নিয়ে হতাশ হয়ে যেতাম Dialogue: 0,0:03:38.40,0:03:42.36,Default,,0000,0000,0000,,আর সর্বদা অন্ধকার ভবিষৎ নিয়ে শংকিত থাকতাম। Dialogue: 0,0:03:42.36,0:03:45.41,Default,,0000,0000,0000,,আমি হাল ছেড়ে দিতে চাইতাম, Dialogue: 0,0:03:45.41,0:03:48.54,Default,,0000,0000,0000,,কিন্তু আমার বাবা, Dialogue: 0,0:03:48.54,0:03:51.05,Default,,0000,0000,0000,,আমায় বলতেন, Dialogue: 0,0:03:51.05,0:03:53.16,Default,,0000,0000,0000,,শোনো মেয়ে, Dialogue: 0,0:03:53.16,0:03:56.48,Default,,0000,0000,0000,,তোমার জীবনে যা তোমার, তার সবকিছু তুমি হারিয়ে ফেলতে পারো। Dialogue: 0,0:03:56.48,0:04:00.68,Default,,0000,0000,0000,,তোমার সম্পদ চুরি হয়ে যেতে পারে। যুদ্ধের কারণে বাড়ি ছেড়ে চলে যেতে হতে পারে। Dialogue: 0,0:04:00.68,0:04:03.46,Default,,0000,0000,0000,,কিন্তু তোমার শিক্ষার মত একটি সম্পদ Dialogue: 0,0:04:03.46,0:04:06.77,Default,,0000,0000,0000,,চিরদিন তোমার কাছে রয়ে যাবে, Dialogue: 0,0:04:06.77,0:04:11.68,Default,,0000,0000,0000,,আর তাই তোমার বিদ্যালয়ের বেতনের জন্য যদি আমাদের রক্ত বিক্রি করতে হয়, Dialogue: 0,0:04:11.68,0:04:14.91,Default,,0000,0000,0000,,তবে আমরা তাই করব। Dialogue: 0,0:04:14.91,0:04:19.99,Default,,0000,0000,0000,,তাই তুমি কি চাও না লেখাপড়া চালিয়ে যেতে? Dialogue: 0,0:04:19.99,0:04:23.12,Default,,0000,0000,0000,,এখন আমার বয়স ২২ বছর। Dialogue: 0,0:04:23.12,0:04:25.89,Default,,0000,0000,0000,,এমন এক দেশে বেড়ে উঠেছি যা আজ ধংশপ্রাপ্ত Dialogue: 0,0:04:25.89,0:04:29.06,Default,,0000,0000,0000,,যুগের পর যুগ যুদ্ধের ফলে। Dialogue: 0,0:04:29.06,0:04:34.20,Default,,0000,0000,0000,,আমার মত ছয় শতাংশের কম নারী উচ্চ বিদ্যালয়ের গন্ডি পার হতে পেরেছে, Dialogue: 0,0:04:34.20,0:04:36.66,Default,,0000,0000,0000,,আর আমার পরিবার যদি আমার শিক্ষার ব্যাপারে দায়িত্বশীল না হত, Dialogue: 0,0:04:36.66,0:04:39.27,Default,,0000,0000,0000,,আমিও আজ তাদের মত হতাম। Dialogue: 0,0:04:39.27,0:04:44.58,Default,,0000,0000,0000,,তাই আজ আমি মিডলবারি কলেজের একজন গর্বিত স্নাতক। Dialogue: 0,0:04:44.58,0:04:54.59,Default,,0000,0000,0000,,(হাততালি) Dialogue: 0,0:04:54.59,0:04:57.54,Default,,0000,0000,0000,,আমি যখন আফগানিস্তানে ফিরে আসি, Dialogue: 0,0:04:57.54,0:05:02.12,Default,,0000,0000,0000,,আমাকে অভিনন্দন জানাতে প্রথম এগিয়ে আসেন আমার নানা, Dialogue: 0,0:05:02.12,0:05:05.62,Default,,0000,0000,0000,,যিনি তার কন্যাদের শিক্ষিত করে তলার সাহস দেখানোর জন্য নির্বাসনে ছিলেন Dialogue: 0,0:05:05.62,0:05:08.24,Default,,0000,0000,0000,,শুধু আমার ডিগ্রী অর্জনের জন্য তিনি যে গর্বিত ছিলেন তাই নয়, Dialogue: 0,0:05:08.24,0:05:10.45,Default,,0000,0000,0000,,বরং আমি ছিলাম প্রথম ডিগ্রী অর্জনকারী নারী, Dialogue: 0,0:05:10.45,0:05:12.18,Default,,0000,0000,0000,,এবং কাবুলের রাস্তায় Dialogue: 0,0:05:12.18,0:05:15.68,Default,,0000,0000,0000,,তাকে সাথে নিয়ে গাড়ি চালানো প্রথম নারী। Dialogue: 0,0:05:15.68,0:05:21.04,Default,,0000,0000,0000,,(হাততালি) Dialogue: 0,0:05:21.04,0:05:23.69,Default,,0000,0000,0000,,আমার পরিবার আমার ওপর আস্থা রাখে। Dialogue: 0,0:05:23.69,0:05:28.64,Default,,0000,0000,0000,,আমি বড় সপ্ন দেখি, কিন্তু আমার পরিবার তার থেকেও অনেক সপ্ন আমাকে নিয়ে দেখে। Dialogue: 0,0:05:28.64,0:05:33.11,Default,,0000,0000,0000,,আর সে কারণেই আমি ১০x ১০ এর দুত হতে পেরেছি, Dialogue: 0,0:05:33.11,0:05:35.87,Default,,0000,0000,0000,,যা নারী শিক্ষা নিয়ে বিশ্ব ব্যপী কর্মকান্ড পরিচালনা করে। Dialogue: 0,0:05:35.87,0:05:38.45,Default,,0000,0000,0000,,সে কারণে আমি sola তে সম্পৃক্ত হয়েছি, Dialogue: 0,0:05:38.45,0:05:40.92,Default,,0000,0000,0000,,যা আফগানিস্তানে মেয়েদের জন্য Dialogue: 0,0:05:40.92,0:05:42.64,Default,,0000,0000,0000,,প্রথম এবং সম্ভবত একমাত্র বোর্ডিং স্কুল Dialogue: 0,0:05:42.64,0:05:48.28,Default,,0000,0000,0000,,যেখানে মেয়েদের বিদ্যালয়ে যাওয়া এখনো ঝুকিপূর্ণ। Dialogue: 0,0:05:48.28,0:05:52.05,Default,,0000,0000,0000,,আনন্দের বিষয় হলো আমি আমার স্কুলের Dialogue: 0,0:05:52.05,0:05:57.68,Default,,0000,0000,0000,,ছাত্রীদের মাঝে সম্ভাবনাকে কাজে লাগানোর ইচ্ছা দেখতে পাই। Dialogue: 0,0:05:57.68,0:06:00.60,Default,,0000,0000,0000,,আর তাদের অভিভাবক ও বাবারা ঠিক সেই ভাবে Dialogue: 0,0:06:00.60,0:06:05.18,Default,,0000,0000,0000,,প্রেরণা দেন, যেমনটা আমি পেয়েছি, Dialogue: 0,0:06:05.18,0:06:14.11,Default,,0000,0000,0000,,সে হোক না যত বড় বাধা আর বিরোধিতার শংকা। Dialogue: 0,0:06:14.11,0:06:16.82,Default,,0000,0000,0000,,আহমেদ সে রকম একজন বাবা। Dialogue: 0,0:06:16.82,0:06:19.45,Default,,0000,0000,0000,,এটা তার আসল নাম নয়, Dialogue: 0,0:06:19.45,0:06:23.09,Default,,0000,0000,0000,,কিন্তু সে আমার এক ছাত্রীর বাবা Dialogue: 0,0:06:23.09,0:06:26.93,Default,,0000,0000,0000,,প্রায় এক মাস আগে আহমেদ ও তার মেয়ে যখন Dialogue: 0,0:06:26.93,0:06:30.26,Default,,0000,0000,0000,,sola থেকে তাদের গ্রামে ফিরছিল, Dialogue: 0,0:06:30.26,0:06:36.75,Default,,0000,0000,0000,,মাত্র কয়েক মিনিট এর জন্য Dialogue: 0,0:06:36.75,0:06:41.54,Default,,0000,0000,0000,,রাস্তায় পুতে রাখা বোমার আক্রমন থেকে প্রাণে বেঁচে যায়। Dialogue: 0,0:06:41.54,0:06:44.94,Default,,0000,0000,0000,,বাড়িতে ফিরে আসার সাথে সাথে তার বাড়ির ফোন বেজে উঠলো, Dialogue: 0,0:06:44.94,0:06:47.63,Default,,0000,0000,0000,,অপরিচিত কন্ঠ তাকে হুমকি দিয়ে বলল Dialogue: 0,0:06:47.63,0:06:51.03,Default,,0000,0000,0000,,আহমেদ যদি তার মেয়েকে আবার বিদ্যালয়ে পাঠায়, Dialogue: 0,0:06:51.03,0:06:53.81,Default,,0000,0000,0000,,তারা আবার এমন আক্রমনের শিকার হবে। Dialogue: 0,0:06:53.81,0:06:57.71,Default,,0000,0000,0000,,আহমেদ জবাব দিল, "যদি পারো, আমাকে এখনি মারো।" Dialogue: 0,0:06:57.71,0:07:01.60,Default,,0000,0000,0000,,কিন্তু তোমাদের ভ্রান্ত বিশ্বাসের কারণে Dialogue: 0,0:07:01.60,0:07:06.43,Default,,0000,0000,0000,,আমার মেয়ে ভবিষত আমি নষ্ট হতে দিব না Dialogue: 0,0:07:06.43,0:07:08.80,Default,,0000,0000,0000,,আফগানিস্তান নেয়ে আমার উপলব্ধি এই যে Dialogue: 0,0:07:08.80,0:07:12.32,Default,,0000,0000,0000,,এখানের কিছু ধারণা পশ্চিমা চিন্তার সম্পূর্ণ বিপরীত, Dialogue: 0,0:07:12.32,0:07:15.55,Default,,0000,0000,0000,,যেমন আমার মত প্রতেকের সাফল্যের পিছনে Dialogue: 0,0:07:15.55,0:07:22.91,Default,,0000,0000,0000,,বাবার ভূমিকা রয়েছে যিনি তার মেয়ের মর্যাদা সম্পর্কে সচেতন ছিলেন Dialogue: 0,0:07:22.91,0:07:27.54,Default,,0000,0000,0000,,আর মেয়ের সাফল্যের মাঝে নিজের সাফল্যে দেখতে পেয়েছিলেন। Dialogue: 0,0:07:27.54,0:07:31.47,Default,,0000,0000,0000,,আমাদের সাফল্যের পিছনে মায়েদের কোনো ভূমিকা নেই ইটা বলা ভুল। Dialogue: 0,0:07:31.47,0:07:36.01,Default,,0000,0000,0000,,বরং তারা তাদের মেয়েদের Dialogue: 0,0:07:36.01,0:07:39.35,Default,,0000,0000,0000,,উজ্জল ভবিষৎ এর প্রথম উদোক্তা , Dialogue: 0,0:07:39.35,0:07:42.76,Default,,0000,0000,0000,,কিন্তু আফগানিস্তানের মত সমাজের প্রেক্ষিতে Dialogue: 0,0:07:42.76,0:07:46.18,Default,,0000,0000,0000,,পুরুষদের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন Dialogue: 0,0:07:46.18,0:07:49.73,Default,,0000,0000,0000,,আমার মনে আছে,তালিবান আমলে Dialogue: 0,0:07:49.73,0:07:51.52,Default,,0000,0000,0000,,নিষেধাজ্ঞা থাকা সত্তেও, শত শত মেয়ে Dialogue: 0,0:07:51.52,0:07:53.86,Default,,0000,0000,0000,,বিদ্যালয়ে পড়তে যেত. Dialogue: 0,0:07:53.86,0:07:59.35,Default,,0000,0000,0000,,কিন্তু আজ আফগানিস্তানে ত্রিশ লক্ষের অধিক মেয়ে বিদ্যালয়ে পড়তে যাচ্ছে। Dialogue: 0,0:07:59.35,0:08:06.60,Default,,0000,0000,0000,,(হাততালি) Dialogue: 0,0:08:06.60,0:08:12.75,Default,,0000,0000,0000,,আমেরিকায় থেকে আফগানিস্তাকে সম্পূর্ণ ভিন্ন ভাবে দেখায়। Dialogue: 0,0:08:12.75,0:08:17.72,Default,,0000,0000,0000,,আমি দেখেছি আমেরিকানরা এই পরিবর্তনকে প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসার লক্ষণ মনে করে। Dialogue: 0,0:08:17.72,0:08:20.77,Default,,0000,0000,0000,,আমার ভয় হয় এই পরিবর্তন বেশিদিন টিকবে না Dialogue: 0,0:08:20.77,0:08:25.26,Default,,0000,0000,0000,,মার্কিন যৌথ বাহিনী চলে যাওয়ার পর। Dialogue: 0,0:08:25.26,0:08:28.92,Default,,0000,0000,0000,,কিন্তু আফগানিস্তানে ফিরে আসার পর যখন দেখি, Dialogue: 0,0:08:28.92,0:08:33.70,Default,,0000,0000,0000,,আমার বিদ্যালয়ে ছাত্রীরা আসছে Dialogue: 0,0:08:33.70,0:08:36.34,Default,,0000,0000,0000,,এবং তাদের অভিভাবকবৃন্দ এখানে আসার প্রেরণা দিচ্ছে, Dialogue: 0,0:08:36.34,0:08:40.81,Default,,0000,0000,0000,,আমি তখন প্রতিশ্রুতিময় ভবিষ্যৎ আর Dialogue: 0,0:08:40.81,0:08:44.11,Default,,0000,0000,0000,,আমূল পরিবর্তনের আভাস পাই। Dialogue: 0,0:08:44.11,0:08:52.58,Default,,0000,0000,0000,,আমার কাছে আফগানিস্তান একটি অসীম সম্ভাবনা ও প্রতিশ্রুতি'র দেশ Dialogue: 0,0:08:52.58,0:08:55.99,Default,,0000,0000,0000,,এবং প্রতিটা দিন Dialogue: 0,0:08:55.99,0:08:59.40,Default,,0000,0000,0000,,SOLA 'র মেয়েরা আমাকে তা স্মরণ করিয়ে দেয়। Dialogue: 0,0:08:59.40,0:09:02.60,Default,,0000,0000,0000,,আমার মত তারাও এখন বড় স্বপ্ন দেখছে। Dialogue: 0,0:09:02.60,0:09:04.32,Default,,0000,0000,0000,,সবাইকে ধন্যবাদ। Dialogue: 0,0:09:04.32,0:09:15.19,Default,,0000,0000,0000,,(হাততালি)