ক্যামেরন সিনক্লেয়ার: উত্থান-আর-পতনের উদ্বাস্তুরা
-
0:00 - 0:03এই গত কয়েক বছর আগে আমার চোখ খুললো
-
0:03 - 0:06নির্মাণ শিল্পের অন্ধকার দিকগুলোর ব্যপারে।
-
0:06 - 0:09২০০৬ সালে, কিছু তরুণ কাতারী ছাত্র
-
0:09 - 0:11আমাকে অভিবাসী শ্রমিকদের ক্যাম্প দেখাতে নিয়ে গেছিল।
-
0:11 - 0:16আর তারপর থেকে আমি শ্রমিক অধিকারের প্রকাশিত বিষয়গুলোর দিকে নজর দিয়েছি।
-
0:16 - 0:18গত ছয় মাসে, সংযুক্ত আরব আমিরাতে ৩০০ এর বেশী গগনচুম্বি অট্টালিকার
-
0:18 - 0:21কাজ বন্ধ রাখা হয়েছে অথবা বাতিল করা হয়েছে।
-
0:21 - 0:24এই সব অট্টালিকার শিরণামের আড়ালে ঢাকা পড়ে
-
0:24 - 0:28প্রায়ই ক্ষতিগ্রস্থ হওয়া নির্মাণ শ্রমিকদের ভাগ্য।
-
0:28 - 0:30এরকম ১১ লাখ শ্রমিক।
-
0:30 - 0:33মূলত ভারতীয়, পাকিস্তানি, শ্রিলংকান,
-
0:33 - 0:35এবং নেপালি, এইসব শ্রমিকেরা সবকিছুর ঝুঁকি নিয়ে
-
0:35 - 0:38দেশে তাদের পরিবারের জন্য পয়সা রোজগার করে।
-
0:38 - 0:40তারা ওই দেশে যাওয়ার জন্য একজন দালালকে হাজার হাজার ডলার দেয়।
-
0:40 - 0:44আর যখন তারা পৌঁছায়, তারা নিজেদেরকে লেবার ক্যাম্পে আবিষ্কার করে যেখানে কোন পানি নাই,
-
0:44 - 0:48শিতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নাই, এবং তাদের পাসপোর্টগুলো নিয়ে নেওয়া হয়।
-
0:48 - 0:52এক্ষেত্রে সহজেই স্থানিয় অফিসের লোকজন এবং ঊর্ধতন কর্তিপক্ষের দিকে আঙ্গুল উঁচানো যায়,
-
0:52 - 0:56কিন্তু ৯৯ ভাগ শ্রমিক নিয়োগ করে বেসরকারি সংস্থাগুলো।
-
0:56 - 0:59আর তাই আমরা হয়ত আরও বেশি অথবা সমানভাবে, দায়বদ্ধ।
-
0:59 - 1:02বিল্ডসেফ ইউ.এ.ই এর মত সংগঠনগুলো তৈরি হয়েছে।
-
1:02 - 1:04কিন্তু এই সংখ্যাগুলো আসলেই অবাক করার মত।
-
1:04 - 1:06আগস্ট ২০০৮ এ,
-
1:06 - 1:08সংযুক্ত আরব আমিরাতের অফিশিয়ালরা বলেন
-
1:08 - 1:12দেশের ১,০৯৮ টি লেবার ক্যাম্পের ৪০ শতাংশ
-
1:12 - 1:15ন্যূনতম স্বাস্থ্য ও অগ্নি নিরাপত্তা বিধি লংঘন করেছে।
-
1:15 - 1:18আর গত গৃষ্মে, ১০,০০০ এরও বেশি শ্রমিক
-
1:18 - 1:21বিক্ষোভ করেছে তাদের বেতন না দেওয়া,
-
1:21 - 1:24খাবারের জঘন্য মান, আর অপ্রতুল বাসস্থানের জন্য।
-
1:24 - 1:27আর তখনই অর্থনৈতিক পতন ঘটল।
-
1:27 - 1:29ঠিকাদারেরা যখন সর্বস্বান্ত হয়েছে,
-
1:29 - 1:31যেমন তারা আর সবার মত বাড়তি সুবিধা ভোগ করেছে,
-
1:31 - 1:34কিন্তু পার্থক্যটা হোল ওই শ্রমিকগুলোর সবকিছু হারিয়ে যায়,
-
1:34 - 1:36কাগজপত্র, পাসপোর্ট,
-
1:36 - 1:38দেশে ফেরার টিকেট, সব।
-
1:38 - 1:42বর্তমানে, এই মুহূর্তে, হাজার হাজার শ্রমিককে কাজ থেকে তাড়িয়ে দেয়া হয়েছে।
-
1:42 - 1:44দেশে ফেরার কোন উপায় নাই।
-
1:44 - 1:47এবং কোন পথ খোলা নাই, তাদের এখানে আসার কোন প্রমাণ নাই।
-
1:47 - 1:50এরাই হচ্ছে উত্থান-আর-পতনের উদ্বাস্তু।
-
1:50 - 1:53প্রশ্ন হচ্ছে, একজন নির্মাণ পেশাজীবি হিসেবে,
-
1:53 - 1:55একজন স্থপতি হিসেবে, প্রকৌশলি, একজন ডেভেলপার হিসেবে,
-
1:55 - 1:57আপনি যদি জানেন যে এগুলো ঘটছে,
-
1:57 - 2:00কারণ আমরা প্রতি সপ্তাহে সাইটে যাচ্ছি,
-
2:00 - 2:02আপনি কি অপরাধবোধে ভোগেন নাকি
-
2:02 - 2:04মানবাধিকার লঙ্ঘনের ব্যপারটা চোখেই পড়ে না?
-
2:04 - 2:07চলুন আমরা পরিবেশগত কর্মকান্ডের ব্যপারটা ভুলে যাই।
-
2:07 - 2:09বরং চলুন আমাদের নৈতিক কর্মকান্ডের কথা ভাবি।
-
2:09 - 2:12এর মধ্যে কী এমন মাহাত্য আছে
-
2:12 - 2:15যে আমরা জিরো-কার্বন, জ্বালানী সচেতন ইমারত বানাচ্ছি,
-
2:15 - 2:18এবং শ্রমিকেরা এই স্থপতিক নিদর্শণ তৈরি করছে
-
2:18 - 2:21যখন তা নিতান্তই অনৈতিক?
-
2:21 - 2:23ইদানিং আমাকে বলা হচ্ছে যে আমি নাকি অতিসচেতন পথে চলছি।
-
2:23 - 2:25কিন্তু, এই বিষয়ে সোজা ভাষায় বললে,
-
2:25 - 2:27এই অতিসচেতনতা ছাড়া আর কোন রাস্তা নাই।
-
2:27 - 2:31তো আসুন আমরা ভুলে না যাই, এই অর্থনৈতিক বিপর্যয়ের আসল খেসারত কারা দিচ্ছে।
-
2:31 - 2:34আর আমরা যেমন চিন্তায় থাকি আমাদের পরবর্তি চাকরির জন্য,
-
2:34 - 2:38পরবর্তি কোন ডিজাইনের কাজ পেতে পারি, আমাদের শ্রমিকদেরকে রাখার জন্য।
-
2:38 - 2:41আসুন আমরা ভুলে না যাই এই লোকগুলোর কথা, যারা আসলেই কাজ করতে গিয়ে মারা পড়ছে।
-
2:41 - 2:43ধন্যবাদ।
-
2:43 - 2:45(তালি)
- Title:
- ক্যামেরন সিনক্লেয়ার: উত্থান-আর-পতনের উদ্বাস্তুরা
- Speaker:
- Cameron Sinclair
- Description:
-
TEDGlobal U তে, ক্যামেরন সিনক্লেয়ার দেখাচ্ছেন রিয়্যাল এস্টেটের বিশাল প্রকল্পগুলোর সর্বসান্ত হওয়ার অপ্রকাশিত মূল্য: হাজার হাজার অভিবাসী নির্মাণ শ্রমিক নিরুপায় বন্দি এবং কাঙ্গাল হয়ে যাচ্ছে। তাঁর সহকর্মি স্থপতিদের উদ্দেশ্যে তিনি বলেন, এ ব্যাপারে শুধুমাত্র একটাই নৈতিক প্রতিকৃয়া থাকতে পারে।
- Video Language:
- English
- Team:
closed TED
- Project:
- TEDTalks
- Duration:
- 02:46